শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ বুধবার দুপুরে বরিশাল-কুয়াকাটা সড়কে উপজেলার হ্যালিপেড মাঠ-সংলগ্ন সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার এসআই মো. শাহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তেিদর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি কুয়াকাটা থেকে বরিশালের দিকে আসছিল আর অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল বিপরীত দিকে। পথে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে কিছুক্ষণ বন্ধ থাকে। হতাহতদের উদ্ধার করে বাকেগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।