শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক : বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমাতে ২০২২-২৩ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটখাতে বরাদ্দ অর্থ সাশ্রয় ও হ্রাস করার নির্দেশনা দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) অর্থ বিভাগের (বাজেট অনুবিভাগ-১) উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা একটি পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে ২০২২-২৩ অর্থবছরের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়াত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটখাতে বরাদ্দ অর্থ ব্যয়ে সাশ্রয় ও হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রল, অয়েল ও লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দ অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে। বিদ্যুৎখাতে বরাদ্দ অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে এবং এসব খাতের বরাদ্দ অর্থ অন্য কোনো খাতে পুনরায় উপযোজন করা যাবে না। অবিলম্বে এ পরিপত্র কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।