1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সোহানের অধিনায়কত্ব পাওয়া নিয়ে যা বললেন সাকিব

  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২০৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য সদ্যই অধিনায়কের দায়িত্ব পান উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। যোগ্য বলেই সোহানকে টি টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে বলে মনে করন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট দলপতি সাকিব আল হাসান।

চট্টগ্রামে ডিবিএল সিরামিকের ব্র্যান্ড অ্যাম্বাসেন্ডর হয়ে নতুন একটি শাখা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোহানকে নিয়ে কথা বলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিব বলেন, আমি তো মনে করি ও (সোহান) যোগ্য এবং বিসিবি মনে করেছে সে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি তাকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ তার জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যাবে।

নিজের ভবিষ্যত ক্রিকেট ভাবনা নিয়ে সাকিব বলেন, এখন পর্যন্ত ক্রিকেট খেলছি, উপভোগ করছি এবং ইচ্ছা আছে যতদিন উপভোগ করি ও ফিট থাকি দেশের জন্য পারফর্ম করতে পারি ততদিন ক্রিকেট খেলবো।

ভবিষ্যতে টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব করবেন কি না জানতে চাওয়া হলে টাইগারদের টেস্ট অধিনায়ক নিজের ফরম্যাট নিয়েই কথা বলেন, টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। আমাদের দলের এখন ট্র্যানজেকশন একটা সময়ের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমাদের একটু সময় লাগবে।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। তার নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। আসন্ন জিম্বাবুয়ে সফরে ছুটিতে থাকবেন সাকিব।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..