শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: এক দল তরুণ ট্রাকে করে ঢাকা থেকে রাতে রওনা দিয়েছে মৌলভীবাজারের পথে। রাস্তায় বৃষ্টি, গরমের তাপ সহ্য করে ট্রাকে বসে তারা ভোরে এসেছে জুড়ী উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষের পাশে।
বন্যা পরবর্তী এসব এলাকার মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসা এসব তরুণরা হলেন বেঙ্গল মুক্ত স্কাউট গ্রুপ, ঢাকা মিডটাউন মুক্ত স্কাউট গ্রুপ, বাড্ডা একেএম রহমতউল্লাহ ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য।
বাড্ডা, রামপুরা ও তার আশেপাশের এলাকার এসব তরুনরা রবিবার জুড়ীতে এসে বন্যার্য় ক্ষতিগ্রস্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সাধ্যমত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বেঙ্গল মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার হাবিবুর রহমানের নেতৃত্বে এই দলে রয়েছেন রাকিবুল ইসলাম, ঢাকা মিডটাউন স্কাউট গ্রুপের সিনিয়র রোভার আরফিয়াস ইসলাম রুদ্র, আলিফ আহমদ, একেএম রহমতউল্লাহ ডিগ্রি কলেজের সিনিয়র রোভার বিউটি আক্তার লাকি, সিনতিয়া ইসলাম প্রমুখ।