শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হওয়ার পর ওদেসা বন্দর ছেড়েছে প্রথম শস্যবোঝাই জাহাজ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও তুর্কিয়ের সংবাদমাদ্যম আনাদোলু এ তথ্য জানায়।
খবরে বলা হয়, সোমবার লেবাননের উদ্দেশে এ জাহাজ ইউক্রেনের বন্দর ওদেসা ত্যাগ করে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর থেকেই ইউক্রেনের বন্দর হয়ে মূলত শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তুর্কিয়ে, জাতিসংঘ, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হওয়া একটি চুক্তির মাধ্যমে শস্য রপ্তানি নিয়ে অচলাবস্থার নিসরন হলো।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিয়েরা লিওনের পতাকাবাহী ওই জাহাজ বোঝাই করা হয়েছে ভুট্টা দিয়ে। এটি যাবে লেবাননে।
জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ওই জাহাজে ২৬ হাজার টনের বেশি ভুট্টা বোঝাই করা হয়েছে।
রেজোনির স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেমের (সমুদ্রে জাহাজের জন্য একটি নিরাপত্তা ট্র্যাকার) তথ্য অনুযায়ী, জাহাজটি ধীরে ধীরে সোমবার সকালে একটি টাগ বোটের পাশাপাশি বন্দর ছাড়ছে।
আল জাজিরার খবরে বলা হয়, জাহাজটি মঙ্গলবার ইস্তান্বুল পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পুনরায় সেখান থেকে জাহাজটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে এটিকে পরীক্ষা করে দেখা হবে।