1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুয়াকাটায় পর্যটকদের ঢল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১১০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছেন হাজারও পর্যটক। জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল থেকেই পর্যটকদের আগমন ঘটতে শুরু করে সমুদ্রকন্যা হিসেবে পরিচিত কুয়াকাটায়।

আগত এসব পর্যটকরা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে সৈকতের বিভিন্ন স্পটে ঘুরে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষা মৌসুমে পর্যটকের এমন ভিড়ে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে।

এদিকে আগে থেকেই বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশের সঙ্গে থানা পুলিশের তৎপরতারও রয়েছে চোখে পড়ার মতো।

এদিকে সমুদ্রের তীব্র ঢেউয়ের আঘাতে ভাঙন দেওয়া সৈকত রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন পর্যটকরা।

কুয়াকাটার হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, আজ শুক্রবার (১৯ আগস্ট) বেশি পর্যটকের আগমন ঘটেছে। আমাদের অধিকাংশ হোটেল মোটেল বুকিং রয়েছে। বর্ষা মৌসুমে এত বেশি পর্যটকের আগমন আগে কখনো হয়নি।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, বিগত দিনের তুলনায় কুয়াকাটায় বেশি পর্যটকের আগমন ঘটেছে। আগতদের নিরাপত্তা দিতে বিভিন্ন পর্যটন স্পটে আমাদের ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া আমাদের সঙ্গে থানা পুলিশও কাজ করছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..