শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইকবাল হোসেনকে সভাপতি, মো. ইমদাদুল হক ইমনে সাধারণ সমপাদক, নাসির উদ্দিনকে সাংগঠনিক সমপাদক ও সোহেল আহমেদকে অর্থ সমপাদক করে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন সংস্থাটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক নাজমুন নাহার। শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি কামরুজ্জামান রাসেল, আব্দুল আজিজ ও মিলন কান্তি দাস, যুগ্ম সাধারণ সমপাদক, মুহাম্মদ লুৎফুর রহমান, শাওন আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সমপাদক মাহফুজুর রহমান, ইসলাম উদ্দিন, দপ্তর সমপাদক মুরাদ আহমদ, প্রচার সমপাদক জাহিদুল হক, আইন বিষয়ক সমপাদক অ্যাডভোকেট মুমিনুল খালেদ, ক্রীড়া সমপাদক হিফজুর রহমান, মানবাধিকার বিষয়ক সমপাদক যিশু রঞ্জন দাশ, ধর্ম বিষয়ক সমপাদক আবুল হাসান, মহিলা ও শিশু বিষয়ক সমপাদক মেহেরুন্নিসা বিনতে আব্দুল হাকিম, সমাজসেবা সম্পাদক মোহাম্মাদ জাফর আহমদ, শিক্ষা সমপাদক হাবিবুর রহমান, স্বাস্থ্য সমপাদক জুবায়ের আহমেদ তাপাদার, সাংস্কৃতিক বিষয়ক সমপাদক মাহমুদ আলম তুহিন, সিনিয়র সদস্য রিপন আহমদ, সদস্য রাসেল আহমদ, জাবেদ আহমদ, মোস্তফা উদ্দিন বাদল ও মিনহাজ উদ্দিন।