শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :: ২৬ অগস্ট, ১৯৮৮ সাল। ৩৪ বছরই আগেকার কথা। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সলমন খান।
তার পর পায়ে পায়ে এসে পড়ল ২০২২ এর ২৬ আগস্ট। নতুন ছবির কথা ঘোষণা করলেন ভাইজান। ছবির নাম ‘কিসি কা ভাই… কিসি কি জান’, যার ঝলক প্রকাশ করলেন সালমান নিজের নতুন চেহারা পোস্ট করে।
সঙ্গে ফিরে গেলেন শুরুর কথায়। স্মৃতিমেদুর অভিনেতা লিখলেন, ‘‘৩৪ বছর আগেও এ দিনটা ছিল আর ৩৪ বছর পরেও রয়েছে… আমার জীবনের যাত্রা শুরু হয়েছিল শূন্য থেকে। আমাকে এত পথ এগিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’’