শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: সামাজিক সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে উপজেলার নির্মাণাধীন অজমির-মুড়িরগুল ডেরি জামে মসজিদে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে। গত ২৯ আগষ্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় মসজিদের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি শাহীন ইকবাল ও অন্যান্য অতিথিবৃন্দ।
এলাকার প্রবীণ মুরব্বি আহমদ আলীর সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রতিনিধি শামীম আহমেদের সঞ্চালনায় অনুদান প্রদানের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি শাহীন ইকবাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসিম স্বপন। মসজিদ পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান, সাবেক কৃতি ফুটবলার আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র দাতা ও শুভাকাঙ্খি কাতার প্রবাসী শহীদ আহমদ, ব্যবসায়ী এমরান হোসোন গণি, সমাজসেবক মস্তফা উদ্দিন, তরুণ সমাজসেবক জাহিদুল ইসলাম জাভেদ, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র শুভাকাঙ্খি করিম মাহমুদ কারিন প্রমুখ।