শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘বিউটি সার্কাস’ এখন মুক্তির অপেক্ষায়। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মুক্তি উপলক্ষে বর্তমানে সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। এবার মুক্তির আগ মুহূর্তে সিনেমার বিউটি হয়ে প্রকাশ্যে এলেন জয়া।
শনিবার (১০ সেপ্টেম্বর) ‘বিউটি সার্কাস’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। মাত্র ২ মিনিট ৮ সেকেন্ডের ট্রেইলারে লাল-সবুজের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা, সার্কাস ও জাদুর পাশাপাশি সমাজ, সম্পর্ক ও প্রতিশোধের চিত্র উঠে এসেছে।
এছাড়া ট্রেইলারে দুর্ধর্ষ রূপে দেখা দিয়েছেন জয়া আহসান। সঙ্গে একাধিক রূপেও ধরা দিয়েছেন তিনি। অল্প সময়ের উপস্থিতিতে দর্শক-শুভাকাঙ্ক্ষীরাও মুগ্ধ।
ট্রেইলার স্পষ্ট, এটা বিউটির টিকে থাকার লড়াইয়ের গল্প। পুড়ে যাওয়া সার্কাসের আগুনের শিখার সামনেই বসে থাকতে দেখা যায় তাকে। যিনি কেবল সার্কাস খেলায়ই পারদর্শী নন, বরং রক্তাক্ত এক ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছেন বলেও জানান গল্পের বিউটি।
শুরুতে গল্পের বিউটির কণ্ঠে শোনা যায়, এই গল্পটা শুধু আমার না। এটা যদি সত্যিই কোনো গল্প হইতো অথবা ছোটবেলায় শোনা কোনো রূপকথা হইতো, কতই না মজা হইতো। আমি আজ আপনাদের সামনে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি, এক রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য।
২০১৪-১৫ সালে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘বিউটি সার্কাস’ সিনেমার পোস্টার গত ৩১ আগস্ট রাতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর প্রচারণা শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার। ২০১৭ সালে এর নির্মাণ শুরু হলেও সম্পন্ন করতে সময় লাগে প্রায় পাঁচ বছর।
‘বিউটি সার্কাস’-এ জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন এবিএম সুমন, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, হুমায়ূন সাধু, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, মানিসা অর্চি প্রমুখ।