1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা ৫০হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি: ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার মৌলভীবাজার জেলায় কুলাউড়া উপজেলার উছলাপাড়াসহ বিভিন্ন জায়গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন।
অভিযানে ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ  রিএজেন্ট ও ঔষধ পাওয়া যাওয়া, সেবার মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উছলাপাড়ায় অবস্থিত ইউনি এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

=

ডাইভারশন ছাড়াই এলজিইডি আড়াই কোটি টাকার ব্রিজ
স্টাফ রিপোটার: প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পুন:নির্মাণ করা হচ্ছে একটি ২০.০০ মি: দৈর্ঘ্যরে আরসিসি গার্ডার ব্রিজ। অথচ সেখানে নেই ডাইভারশন বা বিকল্প পথ। ফলে অনেকটা পথ ঘুরে বাড়ি-ঘরে ফিরতে হচ্ছে বহু গ্রামের বাসিন্দাদের। সাথে পণ্য পরিবহনেও বাড়তি টাকা দিয়ে আগের মত নিতে চায় না বিভিন্ন পরিবহন শ্রমিক-ড্রাইভাররা। সব মিলিয়ে নাকাল ভূক্তভোগী জনগণের দূর্ভোগ লাঘবে নেই কোন উদ্যোগ। এ যেনো দেখার কেউ নেই! এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে এলজিইডি’র প্রোগ্রাম ফর রুর‌্যাল সাপোর্টিং ব্রীজ (এসইউপিআরবি) প্রকল্পে শমশেরনগর-বাদে সোনাপুর আরএইচডি রাস্তায় ৪৪০ মি: চেইনেজে ২০.০০ মি: দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজটির প্রাক্কলিত মূল্য ২,৪৩,৭০,৭৮২.০০ (দুই কোটি তেতাল্লিশ লক্ষ সত্তর হাজার সাতশত বিরাশি) টাকা ও চুক্তিমূল্য ২,৩৩,৩৪,৪৫৬.২৩৮ (দুই কোটি তেত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার চারশত ছাপ্পান্ন দশমিক দুইশত আটত্রিশ) টাকা। বিগত ১০ এপ্রিল তারিখে ওই প্রকল্প কাজের কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারী প্রতিষ্ঠান জাফর আহমদ গিলমান (কুলাউড়া,মৌলভীবাজার) কে এবং ২০২৩ সালের অক্টোবর মাসের ৮ তারিখ কাজটি সমাপ্তির সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে ঠিকাদার গিলমানের ব্যবসায়ি পার্টনার আনোয়ার হোসেন নামীয় ঠিকাদার এই গার্ডার ব্রীজের কাজ করছেন। কাজটির দেখভালের দায়িত্ব পান এলজিইডি কমলগঞ্জ উপজেলা অফিসের এসএই (সাব এসিট্যান্ট ইঞ্জিনিয়ার) মো: আব্দুর রাকিব ও এস এ ই (সাব এসিট্যান্ট ইঞ্জিনিয়ার) মো: সুজাত খান। কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারী প্রতিষ্ঠান শমশেরনগর-বাদে সোনাপুর আরএইচডি রাস্তায় ৪৪০ মি: চেইনেজে ২০.০০ মি: দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, আগের মূল সেতু আংশিক ভেঙে পাইলিং কাজ করা হয়েছে। সেই সাথে কাজ শুরুর প্রথম দিকে ওই পথে যাতায়াতকারি শমশেরনগর ও প্রতিবেশি মুন্সীবাজার ইউপির আওতাধীন অন্তত ১৮/২০টি গ্রামের লোকজন ও যানবাহন চলাচলের জন্য কোন ডাইভারশন রাখা হয়নি।
পরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে বাঁশের খুঁটি, চাটাই ও বালির বস্তা দিয়ে দায়সারাভাবে একটি ডাইভারশন করা হয়। এই ডাইভারশনের উপর দিয়ে মোটর সাইকেল নিয়ে পার হওয়া খুব ই ঝুঁকিপূণ হওয়াতে শিংরাউলী গ্রামের ভিতর দিয়ে অনেকখানি পথ পাড়ি দিতে হচ্ছে ওই পথে চলাচলকারি স্কুল-কলেজ পড়ুয়াসহ গ্রামবাসিদের। পরবর্তীতে শমশেরনগর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য মো: তাজুদ আলী দুজন শ্রমিক নিয়ে তিনি নিজে বালু ফেলে কোন রকম ডাইভারশন পার হওয়ার ব্যবস্থা করেন।এ ব্যাপারে ইউপি সদস্য মো: তাজুদ আলী বলেন ডাইভারশনে আমি নিজে দু’জন লোক নিয়ে বালু ফেলেছি।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মালিক বাবুল বলেন, ইঞ্জিনিয়ার আব্দুর রাকিব ও ঠিকাদারের সাথে কথা বলে কোন সদুত্তর পাইনি। একটি মহল হয়তবা তাদের কোনো স্বার্থের জন্য ওই পথে চলাচলকারি হাজার হাজার জনসাধারণকে কস্ট দিচ্ছে।
শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজু বলেন, ১৮-২০টি গ্রামের শিক্ষাথীহ সহস্রাধিক লোকজন প্রতিদিন এ পথে চলাচল করেন কিন্ত ডাইভারশন না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অনেকখানি পথ ঘুরে বাড়ি-ঘরে যেতে হচ্ছে সাধারণ জনগণের। এছাড়া পণ্য পরিবহনেও বাড়তি টাকা দিয়ে আগের মত আর মাল নেয় না পরিবহন শ্রমিকরা। শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, লোকজন জায়গা না ছাড়ায় ডাইভারশন করা যাচ্ছে না।অভিযোগের ব্যাপারে ঠিকাদার আনোয়ার হোসেন বলেন, ডাইভারশন লাগবে না। ডাইভারশনের টাকা লেস দিয়েছি বলে আনোয়ার আরও বলেন।
কমলগঞ্জ উপজেলা এলজিইডি’র এস এ ই মো: আব্দুর রাকিব বলেন, শিংরাউলী গ্রামের ভিতর দিয়ে বিকল্প পথ তো রয়েছে। ডাইভারশন করার জন্য লোকজন জায়গা দিচ্ছে না। তাহলে ডাইভারশনের টাকা কি হবে?- এমন প্রশ্নোত্তরে আব্দুর রাকিব বলেন, যে টুকু ডাইভারশন কাজ করা হয়েছে সে টুকুর বিল পাবে জানিয়ে ডাইভারশনের টাকা আলাদা করা নয় ব্রিজের ভিতরেই ডাইভারশনের টাকা ধরা রয়েছে বলে তিনি আরও বলেন।
কমলগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের মোবাইল ফোনে চেস্টা করে রিং বাজলেও তিনি কল রিসিভ করেন নাই। এলজিইডি মৌলভীবাজার ও উক্ত প্রকল্পের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, মূলত সংশ্লিষ্ট উপজেলা ইঞ্জিনিয়ার কাজটি দেখাশুনা করেন। তিনি (আরিফুল ইসলাম) সরেজমিনে এসে বিষয়টি দেখবেন বলে জানান।

=

মৌলভীবাজারে কোভিড-১৯ প্রতিরোধে টাউন হল সভা ও পথনাটক লোকগান পরিবেশিত
মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজার সদর উপজেলায় এডাবের সহযোগী সংগঠন ম্যাক বাংলাদেশ এর আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় টাউন হল সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (১৩সেপ্টম্ভর) মঙ্গলবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য প,প কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত টাউন হল সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডা: মো: বর্ণালী দাশ ।
ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম,এ হামিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব,সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো: শামছুল হক ।
বক্তব্য রাখেন এডাব জেলা আইএফসি রোকসানা আক্তার, সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার  মো: সালাহউদ্দিন, জেলা তথ্য অফিসের কামরুন নাহার, প্রভাষ চন্দ্র দেবনাথ, নতুনবাজ

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..