1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ভারত সফরে আসছেন সালমান

  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। আগামী মাসের মাঝামাঝি সময়ে তিনি ভারতে আসবেন। সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি।

সৌদির যুবরাজ সালমান জি-২০ শীর্ষবৈঠকে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে যাবেন। তার আগে আগামী ১৪ নভেম্বর তিনি একদিনের জন্য ভারতে আসবেন।

গত সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের হাত দিয়ে যুবরাজ সালমানকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন মোদি। গত সপ্তাহে সৌদির শক্তিমন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান ভারত সফরে এসেছিলেন। কারণ, ওপেক তেলের উৎপাদন কমাবার সিদ্ধান্ত নিয়েছে। তিনি চীনা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ভারতের সঙ্গেও তিনি আলোচনা করতে এসেছিলেন।

মন্ত্রী ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়ামমন্ত্রী আর কে সিংয়ের সঙ্গে কথা বলেছেন।

সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে তেল কেনে ভারত। তবে এখন তারা রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনার পর সৌদির থেকে তেল কেনার পরিমাণ কিছুটা হলেও কমেছে।

এই পরিস্থিতিতে সৌদির যুবরাজের ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..