সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু রোববার ব্রিটেন, ফরাসি ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। এ সময়ে তারা ইউক্রেন নিয়ে আলোচনা করেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ কথা বলা হয়েছে।
মন্ত্রণালয় আরও বলছে, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়েন লেকুর্নুর সঙ্গে ইউক্রেন পরিস্থিতি যে আবারও অনিয়ন্ত্রিত তীব্র সংঘাতের দিকে যাচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে।
রোববার দিনের শেষে রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুইগু তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ও ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সাথে ফোনে কথা বলেছেন।
এদিকে শুক্রবার শুইগু ব্যতিক্রমীভাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গেও ফোনে কথা বলেছেন। এ সময়ে ইউক্রেন নিয়েই আলোচনা হয়েছে বলে উভয়পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই দুই মন্ত্রীর এটি ছিল দ্বিতীয় ফোনালাপ। মে মাসে একবার উভয়ের মধ্যে টেলিফোনে কথা হয়েছিল। সে সময়ে অস্টিন অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্যে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।
খবর এএফপি