1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩০ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত পড়তে শুরু করেছে। গত ২-৩ দিন ধরে এখানে শীতের আবহ শুরু হয়েছে। চা-বাগান সমৃদ্ধ শ্রীমঙ্গল উপজেলার সর্বত্র এখন শীতের আমেজ বিরাজ করছে। দিনের বেলায় সূর্যতাপে বেশ গরম অনুভূত হলেও সন্ধার পর থেকেই হালকা শীত অনুভূত হচ্ছে।

শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলে যাচ্চে এখানকার প্রকৃতির রুপ। তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রিতে। গাছের পাতায় লেগেছে হলুদের আভা। ভোরে ধুসর কুয়াশায় ঢাকা চা-বাগান পাচ্চে মায়াবী রুপ।

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অবজারভার বিভলু চন্দ্র দাস জানান, সকাল ৬টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গলের হাইল-হাওরে জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়োজিত প্রতিবেশ কার্যক্রমের সাইট অফিসার মনিরুজ্জামান চৌধুরী জানান, শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারণ্য বাইক্কা বিলসহ হাওর, বিল, জলাশয় ও চা-বাগান লেকগুলোতে নভেম্বরের শুরু থেকে শীত বাড়ার সাথে সাথে শীতের পাখি আসতে শুরু করবে। তখন এদের কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে ওই এলাকাগুলো।

প্রতিবেশ কার্যক্রমের এমআরএম-লাইভলিহুড ফেসিলিটেটর মমতা দাশ জানান, বাইক্কা বিলে ভোর বেলা ২-৩টি করে অতিথি পাখির দেখা মিলছে। তিনি জানান, নভেম্বরে শীত যখন বাড়বে তখন হাজারো অতিথি পাখির কলতানে মুখর হয়ে উঠবে বাইক্কা বিল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..