1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সৌদি আরবকে কঠোর ভাষায় ইরানের হুমকি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১১৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বৈরিতা। সাম্প্রতিক সময়ে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর চির বৈরি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এরই ধ্যেই বুধবার সৌদি আরবকে কড়া ভাষায় হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, ইরানের সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করছে সৌদি আরব।

ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মন্ত্রী ইসমাইল খাতিব সৌদি আরবের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘ইরান তার ধৈর্য্য বজায় রাখবে এর কোনো নিশ্চয়তা নেই।’

ইরানের আধাসরকারি বার্তাসংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

পারমাণবিক শক্তিসমৃদ্ধ ইরানের প্রভাবশালী গোয়েন্দা ও নিরাপত্তামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রচণ্ড যৌক্তিকতার সঙ্গে ইরান ধৈর্য্য বজায় রেখেছে। কিন্তু নিশ্চয়তা দেওয়া যায় না, যদি শত্রুতা অব্যাহত থাকে; তাহলে এ ধৈর্য্য ছুটে যাবে।’

তিনি আরও বলেন, ‘যদি ইরান প্রতিশোধ নেওয়া ও শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে গ্লাসের প্রাসাদগুলো (সৌদি রাজপরিবারের প্রাসাদ) ভেঙে পড়বে এবং এ দেশগুলোতে আর কখনো স্থিতিশীলতা থাকবে না।

সাম্প্রতিক সময়ে ইরানে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে ঘিরে পুরো ইরানজুড়ে প্রচণ্ড বিক্ষোভ হয়েছে। হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৩ সেপ্টেম্বর তেহরানে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাহসা আমিনি। গ্রেপ্তারের পর পুলিশি হেফাজত অসুস্থ হয়ে কোমায় চলে যান তিনি। এরপর ১৬ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। এ ঘটনার পর ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরানের দাবি, একটি বিদেশি শক্তি ওই তরুণীর মৃত্যু নিয়ে রাজনীতি করে ইরানকে অস্থিতিশীল করার ব্যর্থ চেস্টা চালিয়েছে। গোয়েন্দা ও নিরাপত্তামন্ত্রী ইসমাইল খাতিব দাবি করেছেন, এই বিক্ষোভের সৃষ্টি করেছে ইসরায়েল, ছড়িয়েছে যুক্তরাজ্য আর অর্থায়ন করেছে সৌদি আরব। এ কারণে সৌদিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে গত মাসে সৌদি আরবকে হুমকি দিয়েছিলেন ইরানের রেভ্যুলেশনারী গার্ডের প্রধান হোসেন সালামি। তিনি সৌদি আরবকে তাদের সংবামাধ্যমগুলো নিয়ন্ত্রণ করতে হুঁশিয়ার করেন।

শক্তিশালী বাহিনী রেভ্যুলেশনারী গার্ডের প্রধান সৌদি আরবের রাজপরিবাকে হুমকি দিয়ে বলেন, ‘আমি সৌদির শাসক পরিবারকে হুঁশিয়ারি দিচ্ছিৃআপনাদের কার্যক্রম দেখুন এবং এসব সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করুনৃনয়ত আপনাদের এজন্য চরম মূল্য দিতে হবে। এটি আমাদের শেষ সতর্কতা, কারণ আপনারা এসব সংবাদমাধ্যমের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ বিষয়াবলীতে হস্তক্ষেপ করছেন। আমরা আপনাদের বলেছি, সতর্ক হোন।’

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায় যে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পেরেছে ইরান সৌদির বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানোর পরিকল্পনা করছে এবং যেকোনো সময় হামলা করা হবে। তবে ওয়াল স্ট্রিটে প্রকাশিত এ তথ্য সরাসরি প্রত্যাখ্যান করে তেহরান।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..