1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আফ্রিকান বংশোদ্ভূত প্রেমিকের হাত ধরে সিংহাসন ছাড়লেন নরওয়ের রাজকুমারী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : নাম তার মার্থা লুইস, স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের রাজকুমারী। আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান ডুরেক ভেরেট নামের বাগদত্তের হাত ধরে সিংহাসন ত্যাগ করেছেন। উদ্দেশ্যে, বাগদত্তের সঙ্গে যৌথভাবে বিকল্প ওষুধ ব্যবসায় মনোনিবেশ করবেন তিনি। মঙ্গলবার নিজের সিদ্ধান্তের কথা রাজপরিবারকে জানান মার্থা।

মার্থা লুইসের বয়স ৫১ বছর। বাগদত্তা ডুরেক ভেরেটের বয়স ৪৭। ডুরেক একজন স্বঘোষিত ‘শ্যামন’ (আধ্যাত্মিক গুরু)। হলিউডে ডুরেক ব্যাপক জনপ্রিয়। ডুরেকের সঙ্গে মার্থার সম্পর্কের খবর নরওয়েজুড়ে ব্যাপক হইচই তৈরি করেছিল। ডুরেকের আগের পাঁচ প্রজন্মও শ্যামন ছিলেন।

বিভিন্ন ধরনের মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন ডুরেক। ডুরেক তার লেখা বই ‘স্পিরিট হ্যাকিং’-এ দাবি করেছিলেন, একজন মানুষ নিজের ইচ্ছায় ক্যান্সারকে শরীরে বাসা বাঁধতে দেয়। আর এরপরই বিতর্কের মুখে পড়েন ডুরেক।

ডুরেকের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। করোনাকালে সেই ওয়েবসাইট থেকে তিনি ‘স্পিরিট অপ্টিমাইজার’ নামে একটি পাথর ২২২ মার্কিন ডলারে বিক্রি করেন, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৩ হাজার টাকা। ওয়েবসাইটে তিনি দাবি করেছিলেন যে, এই পাথর তাকে করোনা থেকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করেছে।

এক সময় নরওয়ের রাজপরিবারের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও মার্থা এবং ডুরেকের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে সেই জনপ্রিয়তায় ভাটা পড়ে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মার্থা জানান, ‘রাজপরিবারে শান্তি আনতে’ তিনি রাজপাট ত্যাগ করছেন।

রাজকুমারী হওয়ার পাশাপাশি রাজপরিবারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদের ভার ছিল মার্থার কাঁধে। সমস্ত দায়িত্ব থেকেই অব্যাহতি নিয়েছেন তিনি।

রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজকুমারী মার্থা রাজকীয় পৃষ্ঠপোষক হিসেবে আর থাকছেন না। পাশাপাশি তিনি আর রাজপরিবারের প্রতিনিধিত্ব করবেন না বলেও উল্লেখ করা হয়েছে। তবে রাজার ইচ্ছা অনুসারে তিনি সব সময়ই রাজকুমারী থাকবেন।

রানি সোনজাকে নিয়ে নরওয়ের রাজা হ্যারল্ড সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, তিনি ‘দুঃখিত’ যে রাজকুমারী আর রাজপরিবারের প্রতিনিধিত্ব করবেন না।

২০০২ সালেই মার্থা ‘হার রয়্যাল হাইনেস’ খেতাব হারান। ২০১৯ সালে ব্যবসার স্বার্থে রাজকুমারী উপাধি ব্যবহার করবেন না বলেও জানিয়েছিলেন।

চলতি বছরের জুন মাসে আধ্যাত্মিক গুরু ডুরেকের সঙ্গে বাগদান হওয়ার পর থেকেই বিকল্প ওষুধের প্রতি দম্পতির বিশ্বাস প্রকাশ্যে আসে।

বিকল্প ওষুধের প্রতি আগ্রহের কারণে অনেক চিকিৎসকও প্রকাশ্যে মার্থা এবং ডুরেকের সমালোচনা করেছেন।

কৌতুক শিল্পী ড্যাগফিন নর্ডবোর মতে, ডুরেক একজন প্রতারক এবং হাতুড়ে ডাক্তার।

ডুরেকের বিষয়ে কথা বলতে গিয়ে রাজা হ্যারল্ড সাংবাদিকদের বলেন, “রাজপরিবারের সঙ্গে অনেক বিষয়েই মতপার্থক্য রয়েছে। তবে আমরা নিজেদের মত মেনে নিয়েই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

বিকল্প ওষুধ নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাজপরিবার। বিবৃতিতে রাজপরিবার জানায়, নরওয়ের স্বাস্থ্য পরিসেবা এবং চিকিৎসকদের উপর তাদের পূর্ণ আস্থা আছে।

মার্থার পাল্টা দাবি, গবেষণাভিত্তিক চিকিৎসা বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে তিনি সচেতন। কিন্তু বিকল্প চিকিৎসা পদ্ধতিতেও তার সম্পূর্ণ আস্থা রয়েছে।

মার্থা বলেন, “আধ্যাত্মিকতা, প্রাণীদের সঙ্গে ঘনিষ্ঠতা, যোগব্যায়াম এবং ধ্যান গুরুত্বপূর্ণ বিকল্প ওষুধ হতে পারে। পরিপূরক হতে পারে বন্ধুত্বপূর্ণ হাত, একটি আকুপাংচারের সূচ এমনকি একটি পাথরও।”

যদিও এই মতামত তার ব্যক্তিগত এবং এই কারণেই তিনি নিজেকে রাজপরিবার থেকে আলাদা করে নিয়েছেন বলেও তার দাবি।

এর আগেও মার্থার একবার বিয়ে হয়েছিল। সেই সংসারে তার তিন সন্তানও রয়েছে। তবে মার্থার সেই বিয়ে ভেঙে যায়।

রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্থা এবং ডুরেকের বিয়ে হয়ে গেলে তার নতুন স্বামী রাজপরিবারের সদস্য হবেন। তবে ডুরেক কোনও উপাধি ধারণ করবেন না বা রাজতন্ত্রের প্রতিনিধিত্ব করবেন না বলেও স্পষ্ট করেছে রাজপরিবার।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..