1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বাংলাদেশের স্বপ্ন ভেঙে নেপাল চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১২৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের স্বপ্ন ভেঙে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নেপাল। শুক্রবার কমলাপুস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করে নেপালের মেয়েরা। তাতে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ হয় রানার্স-আপ।

সমীকরণ ছিল আজকের ম্যাচে নেপালকে হারাতে পারলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন। কিন্তু হারাতে পারেনি নেপালের মেয়েদের। ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এ সময় নেপালের সুশিলা গোল করে এগিয়ে নেন দলকে। তবে ৫৪ মিনিটে বাংলাদেশের জয়নব বিবি রিতা গোল করে সমতা ফেরান। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু জয়নব বিবি নেওয়া পেনাল্টি শট রুখে দেন নেপালের গোলরক্ষক। তাতে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের মেয়েরা। আর উল্লাসে মেতে ওঠে নেপালের মেয়েরা। অবশ্য প্রথম দেখায় নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। আর ভুটানের বিপক্ষে প্রথম দেখায় ৮-০ গোলে ও পরের দেখায় ৯-০ গোলে জিতেছিল। গোল ব্যবধানে বাংলাদেশ বেশ এগিয়ে ছিল। আজ কোনোরকমে জয় পেলেই সাবিনা-কৃষ্ণাদের পর একই বছর দুটি সাফের শিরোপা ঘরে তুলতে পারতো বাংলার বাঘিনীরা।

টুর্নামেন্টে রানার্স-আপ হওয়ার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় মহিলা ফুটবল দল। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন নেপালের সুজাতা তামাং। আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি। তিনি সর্বোচ্চ ৯ গোল করেছেন। পাশাপাশি মোস্ট ভেলুয়েবল প্লেয়ারও হয়েছেন তিনি। রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, ফিফা ও এএফসি কাউন্সিল মেম্বার এবং বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ অন্যান্যরা। উল্লেখ্য, তিনটি দেশের অংশগ্রহণে ১ নভেম্বর শুরু হয়েছিল এই ‘সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..