বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোটপর্দার এই তারকা সোশ্যালে বেশ সক্রিয়। প্রায়ই সেখানে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরে থাকেন তিনি।
সোমবার (১৪ নভেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন প্রভা। যেখানে তাকে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এছাড়াও সঙ্গে কয়েক বাক্যের ক্যাপশন জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী।
প্রভা লিখেছেন, “কারো চোখের ভাষা এত সহজ কেন? ভেতরে লুকানো যায় না। কারও চোখে এত রহস্য কেন? তাকে বোঝা যায় না।”
এছাড়াও তিনি লিখেছেন, “আমাকে তুমি বুঝে ফেললে কত সহজে আর আমি তোমাকে ভিন্ন ভাষার বই ভেবে খোলার সাহসটুকু পাইনি…।”
অভিনেত্রীর ছবি ও ক্যাপশনে মুগ্ধ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। যা মন্তব্যের ঘরে চোখ বুলালেই স্পষ্ট। অধিকাংশই সেখানে প্রিয় তারকার প্রশংসামূলক মন্তব্য করছেন। সেই সঙ্গে ‘ফায়ার’ ও হার্ট’-এর ইমোজি ছুড়ে দিয়েছেন মন্তব্যের ঘরে।
প্রসঙ্গত, প্রভা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারপরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এরপরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।