মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে ৬৫ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার ফুলছড়া চা বাগানের ফাঁড়ি বাগান কাকিয়াছড়া চা বাগানের ৫নং সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা পাতা তুলতে গিয়ে শ্রমিকরা বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
এসআই তীর্থঙ্কর বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারে যাই। লাশের শরীরে কোনো আঘাতর চিহ্ন দেখা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।