1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ব্রিটিশ অভিনেত্রী রুথ ম্যাডক আর নেই

  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ বার পঠিত

 

অনলাইন ডেস্ক:: ব্রিটিশ অভিনেত্রী রুথ ম্যাডক আর নেই। বিবিসি সিটকম ‘হাই-ডি-হাই’তে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

অভিনেত্রীর এজেন্ট ও প্রতিভা অন্বেষণ সংস্থা ‘বেলফিল্ড অ্যান্ড ওয়ার্ড লিমিটেড’-এর ফিল বেলফিল্ড অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘এটি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় রুথ ম্যাডোক আর নেই। তিনি অসামান্য এক প্রতিভা ছিলেন।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে অভিনেত্রী সপ্তাহের শুরুতে পড়ে গিয়ে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের পরে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে মারা যান তিনি।

ম্যাডক বিবিসি ওয়ান সিটকমে ‘হাই-ডি-হাই’তে অভিনয়ের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা লাভ করে। শোটি ১৯৮০ থেকে আট বছর ধরে চলেছে। ‘ফিডলার অন দ্য রুফ’এবং ‘জিপসি’র মতো থিয়েটার এবং মিউজিক্যাল ভূমিকাতে অভিনয় করেও নিজের উজ্জ্বল ছাপ রেখেছেন অভিনেত্রী। তিনি গানের জন্যও পরিচিতি লাভ করেছিলেন।

১৯৪৩ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন ম্যাডক। সোয়ানসির কাছে লানসামলেটে বেড়ে ওঠেন তিনি। রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্ট (রাডা) তে প্রশিক্ষণ গ্রহণ করেন ম্যাডক। ১৯৭১ সালের মিউজিক্যাল ‘ফিডলার অন দ্য রুফ’-এর চলচ্চিত্রে ফ্রুমা সারাহ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন অভিনেত্রী। এরপর আন্ডার মিল্ক উড, দ্য প্রিন্স এন্ড দ্য পাপার, ভেরি অ্যানি মেরি, জার্নি ম্যান চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

টিভি নাটকের মধ্যে ‘হাই-ডি-হাই’তার সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় কাজ। এছাড়া দ্য অ্যাডভেঞ্চার গেইম, লিটল ব্রেইন, ডক্টরসও, বেনিডর্ম এর মতো নাটকেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..