1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চতুর্থ ইনিংসে বিশ্বরেকর্ডে চোখ মিরাজের

  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ চেজ করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে এন্টিগা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেটে জয়ের সেই রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারেনি অন্য কোনো দল।

সেখানে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে চতুর্থ ইনিংসের চ্যালেঞ্জ ৫১৩ রানের। ম্যাচ বাঁচাতে হলে চতুর্থ ইনিংসে পাড়ি দিতে হতে হবে ১৯২ ওভার।

চতুর্থ ইনিংসে তিনশ’ চেজ করে টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৪১৩, শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ২০০৮-৯ মৌসুমের।৫২১ রানের চ্যালেঞ্জ নিয়ে সে পর্যন্ত ইনিংস টেনে নিতে পেরেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংস চেজ করে বাংলাদেশের সর্বোচ্চ ৩০১ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ২০১০ সালে।

কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে যেয়ে তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৪২/০। জাকির ১৭ এবং শান্ত ২৫ রানে ব্যাটিংয়ে আছেন। জয় থেকে ৪৭১রান দূরে বাংলাদেশ। ম্যাচ বাঁচাতে ব্যাটিংয়ে পাড়ি দিতে হবে শেষ ২ দিন।

এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ম্যাচের বাকি দুই দিনকে ‘ডু অর ডাই’ বলে ধরে নিয়েছে বাংলাদেশ দল। তৃতীয় দিনের খেলা শেষে সে লক্ষ্যের কথাই জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ-‘অবশ্যই এই ম্যাচে ফল আসবে। হয় আমরা জিতব, না হয় ওরা জিতবে।’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ক্রমশঃ ব্যাটিংয়ের জন্য উপযোগী হয়ে ওঠে। গত বছর বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৩৯৫ রান চেজ করে ৩ উইকেটে জিতে প্রকারান্তরে তা জানিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। সে কারণেই অবশিষ্ট ২ দিন ব্যাটারদের দিকে তাকিয়ে আছেন মিরাজ-‘এখানে শেষ দিকে উইকেট ভাল হয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট ম্যাচ হেরেছি। উইকেট এখনও ভালো আছে।’

প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৬০ডিগ্রি ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। প্রথম ইনিংসের ভুলগুলো সংশোধণ করে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের দিকে তাকিয়ে মিরাজ- ‘প্রথম ইনিংসে কীভাবে আউট হয়েছি কোথায় কোথায় ঘাটতি আছে তা দেখেছি। এখনও দুই দিন বাকি আছে। আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। ব্যাটারদের জন্য ভাল সুযোগও। লম্বা ইনিংস খেলতে পারলে নিজেদের আত্মবিশ্বাসও অনেক ভালো থাকবে।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..