শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : দেখতে দেখতে শেষের পথে কাতার বিশ্বকাপ। আর মাত্র দুটি ম্যাচ, তারপরই পর্দা নামবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞের। শনিবার (১৭ ডিসেম্বর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মরক্কো এবং ক্রোয়েশিয়া। রোববার (১৮ ডিসেম্বর) নিজেদের তৃতীয় শিরোপার জন্য লড়াই করবে ফ্রান্স ও আর্জেন্টিনা।
কাতারে চলমান আসরটি বিশ্বকাপের ২২তম আসর। ৯২ বছর আগে শুরু হওয়া ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি প্রথমবার বসে ১৯৩০ সালে উরুগুয়েতে। এরমধ্যে ব্রাজিল, ইতালি, ফ্রান্স, জার্মানি ও মেক্সিকো দুইটি করে আসর আয়োজন করে।
বিশ্বকাপের ইতিহাসে একটি নির্দিষ্ট আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল এসেছে ১৭১টি। ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৯৮ এর বিশ্বকাপে প্রথমবার মোট ১৭১ গোল হয়। এরপর ২০১৪ বিশ্বকাপ আসরেও ১৭১টি গোল করে দলগুলো।
চলমান কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৩২টি দলের ৬২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৬৩টি গোল হয়েছে। এখনও দুইটি ম্যাচ বাকি।