শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: উমেস যাদবের বলে স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দেন শান্ত। কোহলির হাত ফসকে বল বেরিয়ে যাওয়ার পর বাঁ দিকে লাফিয়ে ক্যাচটি ধরেন উইকেটরক্ষক পন্থ। সাজঘরে ফেরার আগে শান্ত খেলেছেন ১৫৬ বলে ৬৭ রানের ইনিংস। কোনো ছক্কা না হাঁকালেও তাঁর ইনিংসে ছিল ৭টি চার। শান্তর বিদায়ের পর উইকেটে আসেন ইয়াসির রাব্বি। প্রথম ইনিংসে মতো এবারো ব্যর্থ হয়েছেন। এবার ফিরেছেন মাত্র ৫ রানে।
অপর প্রান্তে দুর্দান্ত ব্যাটিং অব্যাহত রেখেছেন অভিষিক্ত ব্যাটার জাকির হাসান। রাব্বির বিদায়ের পর উইকেটে এসেছেন লিটন দাস। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৩০ রান। জাকির ৬৪ ও লিটন শূন্য রানে ব্যাট করছেন।
জাকির হাসান-নাজমুল শান্তর জুটিতে বেশ ভালোই এগোচ্ছিল বাংলাদেশ দল। প্রথম সেশনে স্রেফ হতাশা উপহার দেওয়া গিয়েছিল ভারতকে। তবে লাঞ্চের পরই যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। ওপেনার শান্ত ফিরলেন, তার কিছু পরই ফিরে গেলেন ইয়াসির আলী রাব্বি।