মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:০১ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে কোয়াব আয়োজিত মন্ত্রী শাহাব উদ্দিন এমপি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি ক্রিকেট লীগের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখার সভাপতি ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি ছাড়াও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, থানার ওসি ইয়ারদৌস হাসান, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।