বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: চীনে পথচারীদের ভিড়ের মধ্যে চলে আসা চলন্ত গাড়ির ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর শহর দালিয়ানে এ ঘটনা ঘটেছে।
দালিয়ানের জননিরাপত্তা ব্যুরোর বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে রাস্তা পারাপাররত এক দল লোকের ভিড়ে কালো রঙের একটি সেডান গাড়ি এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই চার ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। আহত আরও পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন।
পরে গাড়িটির চালককে গ্রেফতার করে পুলিশ। তার ডাকনাম লিউ। সে মাদক গ্রহণ বা মদ পান করে গাড়ি চালাচ্ছিল না বলে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন। তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে সিনহুয়া।