মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : শোবিজের আদর্শ তারকা দম্পতি নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। ১৯৯১ সালে মুক্তি পায় চাঁদনী সিনেমা। আর এ সিনেমার মাধ্যমে দর্শক জুটি হিসেবে পায় তাদের। এরপর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেন এ জুটি। ‘বিষের বাঁশি’ সিনেমাতে অভিনয়ের সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। এরপর ১৯৯৪ সালে বিয়ে করেন নাঈম-শাবনাজ।
বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন এ তারকা জুটি। তাদের পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। বিভিন্ন সময় অনুরাগীদের সঙ্গে নিজেদের মুহূর্তগুলো ভাগ করেন নাঈম-শাবনাজ।
তারই ধারাবাহিকতায় রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নাঈম-শাবনাজের ফেসবুক পাতা থেকে একটা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, কখনো কখনো যাত্রা গন্তব্যের চেয়েও সুন্দর হয় যদি পাশে সঠিক মানুষটি থাকে। নতুন বছরে নাঈম আমাদের উপহার দিলো তার নিজের তৈরি গাড়ি।
ভিডিওতে দেখা যায়, শাবনাজকে নতুন গাড়িতে ঘুরিয়ে দেখাচ্ছেন স্বামী নাঈম। নতুন বছরে স্বামীর থেকে বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত শাবনাজ।
নাঈম ও শাবনাজ একসঙ্গে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা সবশেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’।