1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ডেভিড মুরকে নিয়োগ দিল বিসিবি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২২২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: অস্ট্রেলিয়ান ডেভিড মুরকে বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই ৫৮ বছর বয়সী সাবেক ওয়েস্ট ইন্ডিজ কোচ। গতকাল (বুধবার) রাতে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় বিসিবি। ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করার কথা মুরের। বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ও বাংলা টাইগার্সের কার্যক্রমের পরিকল্পনা ও কৌশল সাজানোসহ এসব বিভাগের সব কাজ বাস্তবায়নের কাজ করবেন ডেভিড মুর। এর সঙ্গে কোচদের অগ্রগতির বিষয়েও খোঁজ রাখবেন সাবেক এই অস্ট্রেলিয়ান।এদিকে বিসিবির হয়ে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ডেভিড মুর। জানিয়েছেন নিজের অভিব্যক্তিও। বলেছেন, ‘দায়িত্ব পেয়ে আমি বেশ রোমাঞ্চিত। প্রধান কোচ, তার কোচিং ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করা ও খেলোয়াড়দের প্রতিভা বিকাশে সহায়তা করতে আমি মুখিয়ে আছি। গুরুত্বপূর্ণ কয়েকটি প্রোগ্রামের দায়িত্ব পেয়ে আমি খুশি। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে ক্রিকেটারদের সুযোগ করে দেবে এসব প্রোগ্রাম।’

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন মুর। এর বাইরে কোচিং ক্যারিয়ারে একাধিক দলের সঙ্গে কাজ করেছেন তিনি। নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট পারফরম্যান্সের জেনারেল ম্যানেজার ও হেড অব কোচ ডেভেলপমেন্ট ছিলেন ডেভিড। তাছাড়াও কাজ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সের সিনিয়র কোচ হিসেবেও।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে মুরের সবচেয়ে বড় দায়িত্ব ছিল ক্যারিবিয়দের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ২০০৪ সালে যোগ দেন তিনি। সেখানে কাজ করেছিলেন তখনকার প্রধান কোচ বেনেট কিংয়ের সঙ্গে। তাছাড়াও কিংয়ের সঙ্গে ২০০২ সালে অ্যাডিলেডে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাডেমিতেও কাজ করেছিলেন ডেভিড মুর।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..