মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলয়নাতনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ) কর্মকর্তা শাহেদা আক্তার, কমলগঞ্জ পৌর মেয়ের মো.জুয়েল আহমেদ, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে প্রভাষক রাবেয়া খাতুন প্রমুখ।উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরাপ্রতিযোগিতায় নৃত্য, গান, আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে ১০টি দল অংশ গ্রহণ করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।