1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ইরানে সামরিক কারখানায় ড্রোন হামলা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

অনলাইন ডেস্ক:: ইরানের ইফসান শহরের সামরিক কারখানায় ড্রোন হামলা নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, এ ঘটনায় মার্কিন বাহিনীর কোনও সম্পৃক্ততা নেই। তবে দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সামরিক কারখানাটিতে ড্রোন হামলার নেপথ্যে ইসরায়েল জড়িত বলে প্রতীয়মান হচ্ছে। গতকাল রোববার (২৮ জানুয়ারি) সামরিক কারখানাটিতে ওই ড্রোন হামলা চালানো হয়। ইরানের তরফে বিষয়টি স্বীকার করা হলেও দেশটি বলছে, তারা ড্রোনগুলোকে প্রতিহত করতে সমর্থ হয়েছে। এ ঘটনায় গুরুতর কোনও ক্ষয়ক্ষতি হয়নি কিংবা কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে দেশটি। তবে রয়টার্সের তরফে স্বতন্ত্রভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার ফুটেজে ঘটনাস্থল এলাকায় জরুরি যানবাহন দেখা গেছে। ড্রোন হামলা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র। তবে দীর্ঘদিন থেকেই ইসরায়েল বলে আসছিল, কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো না গেলে তারা দেশটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। মার্কিন কর্মকর্তারা যে হামলায় ইসরায়েলি ভূমিকার দিকে ইঙ্গিত করছিলেন তা বেশ কয়েকটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম রিপোর্ট করেছিল। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, এতে ইসরায়েল জড়িত ছিল বলে মনে হচ্ছে। অন্য বেশ কয়েকজন কর্মকর্তাও জানিয়েছেন, এ ঘটনায় ওয়াশিংটনের কোনো ভূমিকা নেই।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..