1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বহুল আলোচিত রহমান এম সোহেব আইডির পরিচয় নিশ্চিত হতে পেরেছেন ইন্টারনেট রেফারেল টিম সিটি- সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি

  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২০৪ বার পঠিত

স্টাফ রিপোটার: বহুল আলোচিত ফেইস বুকের রহমান এম সোহেব আইডির পরিচয় নিশ্চিত হতে পেরেছেন ইন্টারনেট রেফারেল টিম সিটি- সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি, ডিএমপি, ঢাকা। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(নিঃ) মো: নাজমুল নিশাত বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হয়েছেন রহমান এম সোহেব নামের ফেইস বুক আইডি ব্যবহারকারী মৌলভীবাজার জেলার বাহারমর্দন গ্রামের মো: সোয়েবুর রহমান (৪৪)। সে মৌলভীবাজার সদর থানার বাহারমর্দন গ্রামের মৃত, মো: হাবিবুর রহমান ও মৃত রেহানা বেগমের পুত্র। তার জাতীয় পরিচয় পত্র নং-১৯৮০৫৮১৭ ৪৮০০২৮২ ৫২,বর্তমানে সে দেশের বাহিরে অবস্থান করছে। বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অনুসন্ধানে জানা গেছে,স্বারক নং-২১৮০/২০২২ ইং, তারিখ: ১২/১০/২২ ইং, মোতাবেক সইবার ট্রইবুনাল আদালত ডিএমপি ঢাকার কোতয়ােলী থানার অফিসার ইনচার্জকে মামলা রুজু করার নির্দেশ দিলে মামলা রুজু করা হয়। মামলা নং- ২২। পরবর্তীতে তদন্তভার অত্র ডিভিশনের পুলিশ পরিদর্শক(নি:) ইন্টারনেট রেফারেন্স টিম সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সিটিটিসি, ডিএমপি, ঢাকা মো: নাজমুল নিশাত এর উপর অর্পণ করে করেন। তদন্ত কর্মকর্তা ফেইস বুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহের জন্য ফেইসবুক কর্তৃপক্ষের নিকট তথ্য চেয়ে ২৮/১০/২০২২ইং আসামীদের নাম ঠিকানা সংগ্রহ করেন। ফেইসবুক রহমান এম সোহেব লিংক প্রফাইল আইডি ৫১৪৩৫২৮২৪০০৩৭১৬ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন আইডি শেয়ার করে বিভিন্ন অ্যাপ এর মাধ্যমে নতুন নতুন সিম নাম্বার ব্যবহার করে প্রধানমন্ত্রী,উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, যুব, আইনজীবিদের ছবি দিয়ে অশ্লীল ও অশ্লালীন পোষ্টের করে যাচ্ছে। ভোক্তভূগী এডভোকেট মরিয়ম সুলতানা(৪০)র এর ফেইসবুক আইডির সংঙ্গে রহমান এম সোহেব আইডি ফ্রেন্ড লিষ্টে যুক্ত। এছাড়াও রহমান এম সোহেব আইডি সাথে পিনাকি, মরিয়ম ফারহা ফেইসবুক আইডি পাওয়া যায়। সিআইডি হতে আইটি বিশেষজ্ঞ ও স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রহমান এম সোহেব আইডি ব্যবহারকারীর নাম মো: সোয়েবুর রহমান ও তুহিন নামের এক ব্যক্তি বলে জানান। তুহিন নামের সিম দিয়ে আইনজীবির নাম ও ছবি দিয়ে ফেইক আইডি ব্যবহার করে নানা প্রকার অপপ্রচার করছে। সে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার বড় ধোপাদী গ্রামের মো: জয়নাল আবেদিন ও মোছ: সাহিদা খাতুরের পুত্র। তুহিনের পিতার সাথে এডভোকেট মরিয়ম সুলতানা যোগাযোগ করলে সোয়েবুর রহমান আরো ক্ষপ্তি হয়ে ফেইস বুক আইডি পিনাকি ও মরিয়ম ফারিয়াসহ বিভিন্ন সাইবার ক্রাইমারদের ভিডিও তার রহমান এম সোহেব আইডিতে প্রচার করে। তুহিনের পিতার সাথে যোগাযোগ করার কারনে এডভোকেট মরিয়ম সুলতানাকে ঢাকা ছাড়া করাসহ প্রাণ নাশের হুমকি দেয়। এ সমস্ত ঘটনায় আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা এব্যাপারে সর্তক নজর রাখছে এবং অপরাধীদেরে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..