1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শেষ মুহূর্তে মেসির দুর্দান্ত গোলে লিলেকে হারাল পিএসজি

  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে জিততেই যেন ভুলে গিয়েছিল পিএসজি। নিজেদের মাঠে গোল বন্যার ম্যাচে অবশেষে জয়ের দেখা পেল ফরাসি ক্লাবটি। সেই সঙ্গে গালতিয়েরের পিএসজিতে থাকার পথে একটু আলোও উঁকি দিলো।
রোববার (১৯ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ পার্ক দ্য প্রাসে লিলেকে আতিথেয়তা দেয় পিএসজি। ম্যাচে ফরাসিরা ৪-৩ গোলে লিলেকে পরাজিত করে। পিএসজির হয়ে এমবাপ্পে ২টি, মেসি ও নেইমার একটি করে গোল করেন। আর লিলের হয়ে গোল তিনটি করেন ডিয়াকিটি, জোনাথান ডেভিড ও জোনাথান বাম্বা।
গত মৌসুমে মাত্র চার ম্যাচ হেরেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। অথচ চলতি বছরের দুই মাসেই পাঁচ ম্যাচে হারের স্বাদ পেয়েছে গালতিয়েরের শীষ্যরা। মার্সেই, মোনাকো ও বায়ার্ন মিউনিখ মিলিয়ে টানা তিন ম্যাচে হারে প্যারিসিয়ানরা। টানা চতুর্থ হারের শঙ্কায় পড়ে গিয়েছিল লিগ ওয়ার্নারে টেবিল টপার ক্লাবটি।
ম্যাচের শেষ দিকে এমবাপ্পে গোল করে প্রথমে হারের শঙ্কা এড়ান। শেষ বাঁশির আগে জাদুকরী ফ্রি কিক থেকে গোল করে দলকে মহামূল্যবান তিন পয়েন্ট এনে দেন লিওনেল মেসি। তার আগে পায়ের জাদু দেখিয়ে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন নেইমার জুনিয়র।
জয়ের ম্যাচে এদিন নতুন লুকে ধরা দেন বিশ্বকাপজয়ী মেসি। একেবারে ক্লিন শেভড মেসিকে দেখে পার্ক দ্য প্রাস। এর আগে ২০২১ সালে যখন তিনি পিএসজিতে আসেন তখন তিনি এমন লুকে ছিলেন। এর কিছুদিন পরে খোঁচা খোঁচা দাড়ি রাখেন তিনি। সেই লুকেই খেলেন স্বপ্নের কাতার বিশ্বকাপ।
লিলের বিপক্ষে গোল পেতে ১১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ১৭ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার গোলে সহায়তা করেন ভিতিনহা।

ম্যাচের ২৪তম মিনিট একটি গোল পরিশোধ করে লিলে। দলের হয়ে গোল করেন বাফোড ডিয়াকিটি। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরেই বড় দুঃসংবাদ পায় প্যারিসিয়ানদের জন্য। ম্যাচের ৫১ মিনিটে ফাউলের শিকার হলে মাঠে লুটিয়ে পড়েন। তার ইনজুরি গুরুতর মনে হওয়ায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কারণ হেঁটে মাঠ ছাড়তে পারেননি তিনি।
নেইমার মাঠে থাকা পর্যন্ত লিলি ২-১ গোলে পিছিয়ে ছিল। তিনি মাঠ ছাড়ার পরই সমতায় ফেরে দলটি। ৫৮ মিনিটে জোনাথন ডেভিড পেনাল্টি থেকে গোল করে ২-২ সমতা করেন। ৬৯ মিনিটে ৩-২ গোলের লিড নেয় এক মৌসুম আগে লিগ জয়ী লিলি।
জয়ের স্বপ্ন দেখতে থাকে তারা। ৮৭ মিনিটে জোয়াও বার্নাটের পাস ধরে গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপ্পে। দলের হার এড়ানোর উল্লাসে মাতেন তিনি। এরপর শেষ বাঁশির ঠিক আগে (৯৫ মিনিটে) বক্সের বাইরে থেকে ফ্রি কিকে গোল করেন লিও মেসি। তার নিচু করে নেয়া শট লিলির মানব দেয়ালের গা কেটে পোস্টের কোণা দিয়ে ঢুকে যায় জালে। বাধ ভাঙা জয় উদযাপনে মাতে পিএসজি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..