1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অ্যাডিনো ভাইরাস : পশ্চিমবঙ্গে আরও ১ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস সামাল দেওয়ার পর এখন ভারতের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাডিনো ভাইরাস। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে।
জানা যায়, রাষ্ট্রপ্রতি পুরস্কারপ্রাপ্ত ওই কিশোরীর নাম উর্জাসাথী রায়চৌধুরীর (১৩)। প্রায় এক সপ্তাহ ধরে বিশেষ চাহিদাসম্পন্ন এ কিশোরী কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
মৃত কিশোরী উর্জাসাথী রায়চৌধুরীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। ১৫ ফেব্রুয়ারি থেকে সে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিল। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি নামে এক রোগে আক্রান্ত ছিল উর্জাসাথী। তাতেই তার মৃত্যু হলো।
বুধবার রাতেই তার মরদেহ কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়। কিশোরীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আর এ অ্যাডিনো ভাইরাসের প্রকোপ নিয়েও বাড়ছে আতঙ্ক।
পিয়ারলেস হাসপাতাল সূত্রে খবর, ঊর্জাসাথী রায়চৌধুরী জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ১৬ ফেব্রুয়ারি তার স্বাস্থ্যপরীক্ষা করার পর দেহে অ্যাডিনো ভাইরাস ধরা পড়ে।
মাসকুলার অ্যাট্রফি থাকায় ঊর্জাসাথী শরীর লড়াই করতে পারছিল না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনেও রাখা হয়। ওই অবস্থাতেই তার নিউমোনিয়া ধরা পড়ে। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সে।
রোগাক্রান্ত হওয়া সত্ত্বেও সঙ্গীতে দক্ষতা ছিল ঊর্জাসাথী রায়চৌধুরীর। সেই দক্ষতার জন্যই ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছিল এই কিশোরী। তার এমন মৃত্যুতে পরিবারের কাছে বড় আঘাত। আর চিকিৎসকরা জানাচ্ছেন, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের ফুসফুস এবং শ্বাসনালির মারাত্মক ক্ষতি হচ্ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..