শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরীর প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। বেশ অকপটেই গণমাধ্যমের সামনে বললেন সে কথা। নব্বইয়ের দশক থেকে ক্যারিয়ার শুরু করা মাহফুজ যে কোটি দর্শকের প্রিয় অভিনেতা, সে কথা বলার বাকী রাখে না।
প্রহেলিকা চলচ্চিত্রের ‘মেঘের নৌকা’ গানটির বিষয়ে এই নির্মাতা বলেন, গানে মাহফুজ-বুবলির রসায়ন আমাকে আকৃষ্ট করেছে।
আমি এই জুটির কাজ দেখে অভিভূত। বিশেষ করে গীতিকার আসিফ ইকবালের শব্দচয়ন ছিলো অসাধারণ।
চয়নিকা চৌধুরীর প্রহেলিকা সিনেমায় কাজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরেছেন মাহফুজ আহমেদ। সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেছিলেন। শেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পায়।