শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক রিপোর্ট :: সিরিজ শুরুর আগেই ভারতের স্পিন জুজু নিয়ে ব্যাপক অভিযোগ করেছিল অস্ট্রেলিয়া। এ নিয়ে বেশ সরব ছিল দেশটির গণমাধ্যম। এমনকি সাবেক ও দলে থাকা ক্রিকেটাররাও ছিলেন অভিযোগ মুখর। সেই জুজুতে প্যাট কামিন্সের দল প্রথম দুই টেস্টেই হেরে বসে। তৃতীয় টেস্টে স্বাগতিক জাদেজা-অশ্বিনদের ঘূর্ণি ফিরিয়ে এনেছে সফরকারী স্পিনাররা। দলীয় সংগ্রহ ৯০ অঙ্কের ঘরেই ৭ ব্যাটারকে ফিরিয়ে দিয়েছেন তারা।
এই ম্যাচে টড মারফি ও নাথান লায়নের সঙ্গে যোগ দিয়েছেন বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার ম্যাথু কুনেহান। স্বাগতিকদের ব্যাটিংয়ে মূলত তিনজন মিলেই ধস নামিয়েছেন। লায়ন ও কুনেহান তিনটি করে এবং মারফি শিকার করেছেন একটি উইকেট। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৮৪ রান।