শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ দল। তবে দলীয় ৫১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে টাইগারদের। ব্যক্তিগত ২৩ রান করে ফিরলেন তামিম ইকবাল। মার্ক উডের করা বল সোজা আঘাত হানে তামিমের স্টাম্পে।
এর আগে দলীয় ৩৩ রানেই প্রথম উইকেটের পতন ঘটেছিল টাইগারদের। ব্যক্তিগত ১৫ বলে ৭ রান করে বিদায় নিয়েছিলেন ওপেনার লিটন দাস। ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন টাইগার এই ওপেনার।
এদিকে তিনে নেমেছেন নাজমুল হোসেন শান্ত, রয়েছেন ১২ রানে অপরাজিত। এ ছাড়া চারে নেমেছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ড সিরিজ দিয়ে টাইগার স্কোয়াডে ফিরেছিলেন তাইজুল ইসলাম। রয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দলেও। এ প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে রান ৫৪। ক্রিজে রয়েছেন মুশফিক ও শান্ত।