1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জাতীয় গ্রিডে আগুন, বিদ্যুৎহীন আর্জেন্টিনার অর্ধেক মানুষ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২০০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আর্জেন্টিনায় জাতীয় গ্রিডে আগুন লেগেছে। এতে আর্জেন্টিনার অর্ধেকের বেশি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, রাজধানী বুয়েন্স আইরেসসহ আরও কয়েকটি বড় বড় নগরী এবং সেগুলোর আশেপাশের গ্রামাঞ্চলের একটি বড় অংশ সম্পূর্ণরূপে বা আংশিকভাবে অন্ধকারে ডুবে গেছে।
খবরে বলা হয়, দেশটির একটি মাঠ থেকে ওই আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করে। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।
বিবিসি জানায়,দেশটির বড় বড় নগরীগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ। বুয়েন্স আইরেস মেট্রোপলিটন এলাকায় এখনো দেড় লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।
আর্জেন্টিনার জ্বালানিমন্ত্রী বলেন, দ্রুত বিদ্যুৎ ফিরবে। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হবে।
আর্জেন্টিনা বিদ্যুৎহীন হয়ে পড়ার ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আর্জেন্টিনা ছাড়াও প্রতিবেশী দেশ উরুগুয়ের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলো।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..