1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আবারও সালমান-শাহরুখ এক সঙ্গে

  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৯৭ বার পঠিত

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ‘পাঠান’-এ ক্যামিও করেছিলেন সালমান। রেকর্ড সাফল্লের পর এবার ভাইজানকে ফিরতি উপহার বাদশাহর। পাঠানের সাফল্য দেখে বোঝা যায় যে বলিউডে খানদের সাম্রাজ্য এখনও অটুট। জল্পনাকে সত্যি করে এবার কিং খানকে দেখা যাবে সালমান খানের টাইগার ৩- এ।
পাঠান-এ শাহরুখ-সালমানকে একসঙ্গে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ ভেঙেছিল। সেই থেকেই বেড়েছে প্রত্যাশা।

যশ রাজ ফিল্মস এবং সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হচ্ছে স্পাইভার্স। অর্থ্যাৎ স্পাইদের মাল্টিভার্স, যেখানে ‘পাঠান’, ‘টাইগার’ ও ‘ওয়ার’- এই তিন ফ্রাঞ্চাইজি নিয়ে তৈরি হচ্ছে বলিউডের ক্রসওভার। এই তিনটি ছবির সমান্তরাল কাহিনী নিয়ে তৈরি হবে পরবর্তী চিত্রনাট্য। তাই হৃত্বিক রোশনকেও এক ফ্রেমে দেখা যেতে পারে অদূর ভবিষ্যতে।

সিদ্ধার্থ আনন্দ জানান, টাইগার এর সিরিজ আর পাঠান এর গল্প এক সুতোয় বাঁধতে এই অ্যাকশন থ্রিলারে ক্রসওভার তৈরি করতে চান নির্মাতারা। সলমান খানের ক্যামিও চরিত্র ‘পাঠান’-এ মেরেকেটে মিনিট ১৫ হলেও তা দর্শকদের মতে সেরা দৃশ্যগুলির মধ্যে একটি।

তবে এইবার শুধু অতিথি চরিত্র নয় বরং চরিত্রের গভীরতা নিয়েই স্ক্রিন শেয়ার করবেন দুই খান। চিত্রনাট্য অনুযায়ী আগামী ছবিতে গুরুত্বপূর্ন মিশনে যোগদান করতে চলেছেন কিং খান। সূত্রের খবর, ‘টাইগার ৩’-এর ক্যামিও চরিত্রের জন্যে এর মধ্যেই শ্যুটিং শুরু করবেন শাহরুখ। এখনও অবধি টানা এক সপ্তাহের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

পাঠানে সালমান খানের অ্যাকশন দৃশ্যের পরে স্পাইভার্স অনুযায়ী ‘টাইগার ৩’-এ শাহরুখ খানের দৃশ্যগুলি পরিবর্তন করছেন ছবির নির্মাতারা। চিত্রনাট্যের প্লটের উপর নির্ভর করছে পরবর্তী ছবির গল্প, মোড় এবং গভীরতা। তাই দর্শকদের মনে আরও একটু কৌতূহল বাড়িয়ে দিতে চান ছবির পরিচালক। মনে করা হচ্ছে শুধু ক্যামিও নয় বরং শাহরুখের উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ন ‘টাইগার ৩’-তে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..