শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
স্টাফ িরপোটার: বন্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ,পুলিশ সুপার মো: জাকারিয়া,পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন,মুক্তিযোদ্ধা সংসদ, , জেলা পরিষদসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষর্থীরা। পরে শহীদ মিনার চত্বর থেকে জয়বাংলা শোভাযাত্রা নামে এক বন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালীতে নানা রঙের পোষাক ও ফেস্টুন নিয়ে লোকজন ও নানা শ্রেণী পেশা ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করে। র্যালীটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ ছিল। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।