শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
ঠিকঠাকমতো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও হংসিকার বরের পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন তার মা মোনা মোতওয়ানি। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘কাঠুরিয়ারা এমন লোক, যারা খুব দেরি করে আর মোতওয়ানি খুবই সময়নিষ্ঠ। তুমি যদি আজ দেরি করে আসো, তবে প্রতি মিনিটের জন্য তোমাকে ৫ লাখ রুপি দিতে হবে (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৬ হাজার টাকার বেশি)। কারণ এদিন বিকাল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত অশুভ লগ্ন ছিল। সুতরাং আমার অনুরোধ, তুমি যদি আসো তবে আগেই চলে আসবে।’
বিয়ের মণ্ডপে প্রেমিক সোহেল কাঠুরিয়াকে দেখে কেমন অনুভূতি হয়েছিল তা ব্যাখ্যা করেছেন হংসিকা। এ অভিনেত্রীর ভাষায়— ‘ওই দৃশ্যটি আমাকে দারুণভাবে নাড়া দিয়েছিল। আমি ভাবছিলাম, আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছি। ওই মুহূর্তের অনুভূতি অন্যরকম ছিল; যা আমি বলে বোঝাতে পারব না।’
হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল। আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হংসিকা মোতওয়ানি। ছোট্ট সেই টিনা সোহেল কাঠুরিয়ার সঙ্গে ঘর বেঁধেছেন।
টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তামিল-তেলেগু ভাষার সাতটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।