শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে সম্প্রতি সংবাদের শিরোনাম হচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি তিনি।
সম্প্রতি বিমানবন্দর থেকে বেরোনোর সময় বিয়ে নিয়ে একের পর এক প্রশ্ন করেন পাপারাজ্জিরা। তবে তার মুখে কোনো উত্তর নেই। বিয়ের কথা শুনতেই লজ্জায় লাল হয়ে উঠলেন আর শুধুই মিষ্টি হাসি।
সত্যিই কী সাংসদ রাঘব চাড্ডাকে বিয়ে করছেন কিনা তা নিয়ে কিচ্ছু বলতে চাননি। লোকে বলছে, পরিণীতির হাসিতেই লুকিয়ে রয়েছে উত্তর!
পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ কাণ্ড থেকে। সম্প্রতি মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরাঁয় লাঞ্চের জন্য যান দুজন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়।
তবে কদিন আগে তাদের সম্পর্ক নিয়ে রাজ্যসভার কনিষ্ঠতম এই সাংসদ এক প্রশ্নের জবাবে হাসিমুখে বলেন, ‘আমায় রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’
পরিণীতি-রাঘব দুজনে একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন। যদিও প্রথমে পরিণীতি তাদের সম্পর্কের কথা স্বীকার করতে চাননি। বারবার বলতেন, তারা শুধু ভাল বন্ধু, অন্য কিছু নয়। আর সেই বন্ধুত্বই সম্পর্কে পরিণত হল। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।