বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ইঁদুরের উপদ্রবের কারণে ইতালির রাজধানী রোমে একটি মার্কেট চার মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোমের অভিজাত অঞ্চল হিসেবে খ্যাত প্রাতি এলাকায় একটি সুপার মার্কেটের খাবারের শোকেসে জীবন্ত ইঁদুর পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্কেটের ভেতর ইঁদুর দেখে ভিডিও করেন এক ক্রেতা। এটি নজরে আসার পরই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসে ওই দোকানসহ পুরো পৌর মার্কেট বন্ধ ঘোষণা করে। এদিকে রোমের এ ঘটনাটি দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
প্রাথমিকভাবে নোটিশ দেয়া হয়েছে যে, গ্রীষ্মকালীন চার মাস মার্কেটটি বন্ধ থাকবে। প্রবাসী বাংলাদেশিদের এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন কমিউনিটির নেতারা।