সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক ::ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবালকে হত্যার হুমকি দিয়েছেন অজ্ঞাত ব্যক্তি। এমন অভিযোগে সোমবার গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিচালক। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার। জিডি নম্বর-১৩৮১।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে ইকবাল বলেন, ‘কে বা কারা এ কাজটি করেছে, তা আমার জানা নেই। রাতে যেভাবে সেই লোকটি কথা বলেছে, মনে হয়েছে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে। তাই আমি বাধ্য হয়ে আজ থানায় গিয়েছি।’
ইকবাল আরও বলেন, ‘হুমকির কোনো কারণ আমার জানা নেই। আমার কারো সঙ্গে শত্রুতা নেই। তবে এতটুকু ধারণা করছি, আমার ঈদের ছবিটি বেশ ভালো চলছে। হয়তো কোনো পক্ষ এটা চাইছে না। এ কারণেই আমাকে ভয় দেখাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, তারাই এর ব্যবস্থা নেবে।’
সুনান মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে ‘কিল হিম’। এ ছবির মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত জলিল।
এতে তার বিপরীতে আছেন বর্ষা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামিসহ অনেকে।