1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অভিনেতা ও নির্মাতা মনোবালা আর নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৮৬ বার পঠিত

 

বিনোদন ডেস্ক:দক্ষিণী সিনেমার প্রবীণ অভিনেতা ও নির্মাতা মনোবালা না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর। বুধবার (৩ মে) চেন্নাইতে নিজবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গেল দুই সপ্তাহ ধরে লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন মনোবালা।

এর আগে, গত জানুয়ারিতে বুকে ব্যথা অনুভব করায় অ্যাঞ্জিও-চিকিৎসা করেছিলেন প্রবীণ এই নির্মাতা।

চেন্নাইয়ের এলভি প্রসাদ রোডে তার বাসভবনে মৃতদেহ জনসাধারণের দেখার জন্য রাখা হবে বলে জানা গেছে।

কৌতুক ও পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি ছিল মনোবালার। তাকে তামিল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। ৩৫ বছরের ক্যারিয়ারে ৪৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৮২ সালে ‘আগায়া গঙ্গাই’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হয় মনোবালার। এরপর ২৪টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেন।

তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে, ‘পিল্লাই নীলা’, ‘ওরকাভালান’, ‘এন পুরুষশানথান এনাক্কু মাত্তুমথান’, ‘কারুপ্পু ভেলাই’, ‘মাল্লু ভেট্টি মাইনর’ এবং ‘পারাম্বরিয়াম’।

প্রসঙ্গত, মনোবালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুপারস্টার রজনীকান্তসহ তামিল সিনেমা সংশ্লিষ্টরা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..