1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজারে শানে খাতামুন নাবিয়্যিন মাহফিল; কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

ডেস্ক রিপোট:মুস্তাকিম আল মুনতাজ কাদিয়ানীরা মুসলমান নয়। তারা অমুসলমান। কাদিয়ানীদেরকে যারা অমুসলমান মনে করবে না তারাও অমুসলমান। বহু শিক্ষিত সমাজ এদেরকে মুসলমান মনে করে। তারা বলে এরাও তো নামাজ কালাম পড়ে। তাহলে তারা মুসলমান নয় কেন? তারা এজন্য কাফের। কারণ তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। সেজন্য তারা কাফের। যারা এদেরকে কাফের বলবে না তারাও কাফের। সৌদি আরব, পাকিস্তানসহ অন্য রাষ্ট্রে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে দাবি করে। সে কারণ কাদিয়ানীদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে

মৌলভীবাজার উলামা পরিষদের উদ্যোগ আয়োজিত শানে খাতামুন নাবিয়্যিন মাহফিলে বক্তারা উল্লিখিত কথাগুলো বলেন।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ৩টায় মৌলভীবাজার শাহ মোস্তফা রহ. টাউন ঈদগাহ মাঠে মৌলভীবাজার উলামা পরিষদ এর সভাপতি, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও শেখবাড়ি জামিয়ার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী এর সভাপতিত্বে শানে খাতামুন নাবিয়্যিন মাহফিলে অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে বক্তব্য রাখেন রায়পুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন, নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, নুরুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল ও রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, বরুনা মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা রশিদ আহমদ হামিদী, বরুনা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান, দারুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুজাহিদুল ইসলাম, শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল শেখ আহমদ আফজাল হামিদী, জামেয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা জামিল আহমদ আনসারী, মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, তাবলীগ জামাতের মুরব্বী শেখ আব্দুর রহিম, মাওলানা সাইফুর রহমান ফয়সল সহ জেলার শীর্ষ পর্যায়ের আলেমরা।

এছাড়াও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার কওমি মাদরাসার মুহতামিম ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এতে কয়েক হাজার আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিরা অংশ নেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..