1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে

  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১১৮ বার পঠিত

ডেস্ক রিপোট:মার্চে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রি আগের মাসের তুলনায় কিছুটা বেড়েছে। জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ সূত্রে এ তথ্য জানা গেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশটির অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ১ শতাংশ বেড়ে দৈনিক ৭৫ লাখ ২০ হাজার ব্যারেলে গিয়ে পৌঁছেছে। গত ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল ৭৪ লাখ ৬০ হাজার ব্যারেল।

সৌদি আরবের অভ্যন্তরীণ জ্বালানি তেলের পরিশোধনাগার থেকে প্রাপ্তির সংখ্যাও ২ লাখ ৮৯ হাজার ব্যারেল থেকে বেড়ে ২৭ লাখ ৩২ হাজার ব্যারেলে উত্তীর্ণ হয়েছে। এ সময় অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ব্যারেলে গিয়ে দাঁড়িয়েছে।

রিয়াদ ও অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (ওপেক) থেকে শুরু করে জেওডিআইয়ের কর্মকর্তাদের দেয়া মাসিক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। কেপলার ও পেট্রো লজিস্টিকস জানিয়েছে, মে মাসে সৌদির জ্বালানি তেল রফতানি কমে যেতে পারে। সৌদি আরব ও ওপেকের অন্য সদস্যরা বার বারই বলে এসেছে, তারা তেলের কোনো নির্দিষ্ট দামের কথা চিন্তা করছে না। তার পরও কিছু ওপেক পর্যবেক্ষকের মতে, ক্রমাগত মূল্যস্ফীতির এ সময়ে সংস্থাটির তেলের দাম বাড়ানো দরকার।

সৌদিভিত্তিক আরামকো জুনে এশিয়ায় সরবরাহ করার জন্য লোড করা কার্গোয় সব ধরনের গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেলের জন্য অফিশিয়াল বিক্রি দাম কমিয়েছে। তবে তা প্রত্যাশার তুলনায় অনেক কম।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..