মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি:বড়লেখায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য
দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত দ্বীপ বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।