1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠওসিরাশেদুলহক

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৭১ বার পঠিত

নুরউদ্দিনসুমন হবিগঞ্জ :হবিগঞ্জ জেলায়সর্বোচ্চ চোরাচালান, মাদকউদ্ধার, গ্রেপ্তারিপরোয়ানাতামিল, হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরিএবং স্পর্শকাতরমামলা সম‚হের ক্ল উদঘাটন, দাগীআসামি গ্রেফতার, বিটপুলিশিংকার্যক্রম জোরদারকরাসহআইনশৃঙ্খলারক্ষায় গুরুত্বপ‚র্ণ ভ‚মিকারাখায়অভিন্নমানদÐেরআলোকেহবিগঞ্জ জেলারমধ্যে চুনারুঘাট থানারঅফিসারইনচার্জ (ওসি) রাশেদুলহককে জেলার শ্রেষ্ঠওসি পদক্ষে ভ‚ষিতকরা হয়। বুধবার (১৪জুন) দুপুরেপুলিশসুপারেরকার্যালয়েআয়োজিতমাসিককল্যান ও অপরাধসভায়ভালোপারফর্মেন্সেরপুরস্কার হিসেবেঅলরাউন্ডপারফরম্যান্স দেখিয়েঅভিন্নমানদÐে জেলার শ্রেষ্ঠঅফিসারইনচার্জ হিসেবে থানারওসিরাশেদুলহকএরহাতে ক্রেষ্ট এবংসনদ তুলে দেন জেলারপুলিশসুপারএসএমমুরাদ আলিপিপিএম।এসময়উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন ও অর্থ) শৈলেনচাকমাসহ জেলারসার্কেলঅফিসার ও বিভিন্ন থানারঅফিসারইনচার্জরা। থানাস‚ত্রেজানাযায়, গত ৪ ফেব্রয়ারীঅফিসারইনচার্জ (ওসি) হিসেবেরাশেদুলহক যোগদানকরেন। তিনি থানায় যোগদানের পর চোরাচালানপ্রতিরোধ, জুয়া, চুরি, ডাকাতি, অভ্যন্তরীণসন্ত্রাস দমনেতার নেতৃত্বে চুনারুঘাট থানাপুলিশশুরু থেকেই গুরুত্বপ‚র্ণ ভ‚মিকাপালনকরেআসছে। এরইধারাবাহিকতায় ২৩ জুন থেকে ১২ জুনপর্যন্তচুনারুঘাটউপজেলায়মাদকবিরোধীঅভিযানে ২৪৭ কেজি ৫০০ গ্রামগাজা, ২৪৪ পিসইয়াবা,ভারতীয় মদ ৭ বোতল, চোলাই মদ ৫ লিটারসহ২৬ জনমাদককারবারিকে গ্রেপ্তারকরেনএবং ২৪ টিমামলাহয়েছে । এসবমাদকউদ্ধারেসিজারম‚ল্য ২৬ লাখ ১ হাজার দুইশটাকা।। এছাড়ামাদকবহনে ২টি অটোরিকশা, ২টি সিএনজি, ১ টিটমটম ও একটি মোটরসাইকেলজব্দকরা হয়। এসব তথ্য নিশ্চিতকরেচুনারুঘাট থানারঅফিসারইনচার্জ ওসিরাশেদুলহকবলেন, চুনারঘাটউপজেলায় মাদকমুক্ত করতেআমরাসর্বোচ্চ চেষ্টাকরেযাচ্ছিএবং গত মাসে জেলায়সর্বোচ্চমাদকউদ্ধারকরে শ্রেষ্ঠত্ব অর্জনকরেছিএবংচুনারুঘাটবাসীরঐকান্তিকপ্রচেষ্টায়আমরাভালকাজের স্বীকৃতি পেয়েছি। এ অর্জনআমরাতিনজনেরনয়, এ অর্জনচুনারুঘাট থানারসকলপুলিশসদস্যদের, যাঁদেরসার্বিকপ্রচেষ্টায়এবংটিমওয়ার্কেরমাধ্যমে ভালকাজের স্বীকৃতিঅর্জিতহয়েছে। তিনিআরোবলেন, আমিমনেকরিসামনেরদিনগুলোতেআরোভালকাজকরারজন্য আমাদেরপ্রতি দায়িত্ববোধ বেড়েছে, এবংচুনারুঘাটের সৌন্দর্য বিনির্মাণে এই ভালকাজেরধারাবাহিকতাধরেরাখারজন্য চুনারুঘাট থানাপুলিশসদাসচেষ্ট থাকবেএবংমাদকবিরোধী চোরাচালানীকার্যক্রম কঠোর হস্তে দমনকরাহবে। দেশের স্বার্থে চুনারুঘাটউপজেলায়মাদক ও চোরাচালানবিরোধীকার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তিনিচুনারুঘাটউপজেলাকেঅপরাধ মুক্ত করতেসকলেরসহযোগিতাকামনাকরেন। এছাড়াও জেলার শ্রেষ্ঠমাদকউদ্ধারকারীঅফিসারহিসেবেনির্বাচিতহয়েছেন একই থানারএসআইলিটনরায়, ওয়ারেন্টতামিলকারীঅফিসারএএসআইউত্তমকুমার ঘোষ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..