1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : চলতি মাসের ১৬ দিনে প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। টাকার অঙ্কে যা ১২ হাজার ২১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসেবে) ।

আজ রোববার দিন শেষে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, অর্থবছরের শেষ মাস জুনের ১৬ দিনে প্রতিদিন বৈদেশিক আয় এসেছে ৭ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৫০ ডলার। যা আগের মে মাস ও আগের বছরের জুন মাসের একই সময়ের চেয়ে বেশি।

আগের মাস মে-তে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৫ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৬৬৬ মার্কিন ডলার। আর আগের বছর ২০২২ সালের জুন মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৬ কোটি ১২ লাখ ৪২ হাজার ৩৩৩ ডলার। এ বিবেচনায় জুন মাসে প্রবাসী আয় বেশি পাঠাচ্ছেন প্রবাসীরা।

প্রবাসী আয়ের এ চিত্র ইঙ্গিত করে প্রবাসীরা আয়ে ইতিবাচক ধারা সৃষ্টি হয়েছে। জুন মাস শেষে আগের বছরের একই সময় বা আগের মাস মের চেয়ে প্রবাসী আয় আসবে।

হুন্ডির দাপটে প্রতিমাসেই প্রবাসী আয়ে ঝুঁকি তৈরি করে। সতর্ক থাকতে হয় প্রবাসী আয় প্রবাহ নিয়ে। রোজা শুরুর মাসে প্রবাসী আয় কমে যায়। ঈদের মাসে হঠাৎ করেই প্রবাসী আয় আবার কমে যায়। ধারণা করা হয়েছিল ঈদের মাসে বড় ধরনের ছুটি থাকার কারণে প্রবাসী আয় কমেছে। কিন্তু পরের মাস মে-তে প্রবাসী আয় আরও কমে যায়। অবস্থা বুঝে প্রবাসী আয়ের প্রতি ডলারের দাম ১০৮ টাকা থেকে ৫০ পয়সা বাড়িয়ে দ্রুত ১০৮ টাকা ৫০ পয়সা করে।

হুন্ডি কারবারিরা বেশি দাম দিয়ে প্রবাসীদের ডলার নিচ্ছেন, বিষয়টি প্রবাসী আয় সংগ্রহকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর পর্যবেক্ষণে ধরা পড়ার পর প্রবাসী আয়ের ডলারে ৫০ পয়সা বৃদ্ধির সুপারিশ করে। এরপর থেকেই ডলারের দাম বৃদ্ধি পাওয়া শুরু করে। যা মধ্যজুন পর্যন্ত অব্যাহত রয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..