শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: ইন্দোনেশিয়ার মাকাসার শহরে একটি ক্যাথলিক গির্জার বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় হামলাকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
রবিবার ইস্টার সপ্তাহের প্রথম দিনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গির্জার ভেতরে সাপ্তাহিক সমবেত প্রার্থনা চলার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দক্ষিণ সুলাবেসি পুলিশের মুখপাত্র জানান, বিস্ফোরণের পর পরই পুলিশ গির্জার চারপাশ ঘিরে রাখে।
এদিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ শুধু হামলাকারীর কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হামলার দয়িত্ব এখনো কেউ স্বীকার করেনি।