1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ভারতে করোনায় আরও ২৬৭৭ জনের মৃত্যু, কমেছে সংক্রমণ

  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩২৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :: টানা প্রায় দুই মাসের তাণ্ডবের পর ভারতে ধারবাহিক ভাবে প্রায় প্রতিদিনই কমছে করোনাভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগী কমেছে ছয় হাজার। শনিবার প্রায় সাড়ে ৩ হাজারে পৌঁছানো দৈনিক মৃত্যু রোববার ফের নেমে এসেছে আড়াই হাজারের কাছাকাছি। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

আজ রোববার (৬ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন মানুষ। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে ৬ হাজারের বেশি।

সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৭৭ জন। অর্থাৎ শনিবারের তুলনায় রোববার মৃতের সংখ্যা কমেছে সাত শতাধিক। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জনে।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখেরও বেশি। গত প্রায় এক মাসে কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৪ লাখের ঘরে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ৭৮ হাজারের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লাখ ৭৭ হাজার ৭৯৯ জন।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুনের ৫ তারিখ পর্যন্ত ভারতে ৩৬ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩১১ জনের।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..